অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য যেখানে ওপেন সিক্রেট; মিলেমিশে চলে ঠিকাদারি ব্যবসা; হয়ে উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের পুনর্বাসন ও স্বজনপ্রীতির কেন্দ্র-প্রতিষ্ঠানটির নাম এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল), যা শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি। দেশের একমাত্র সরকারি স্বায়ত্তশাসিত ওষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটির প্রধান কর্তার বিরুদ্ধেই এমন সব গুরুতর অভিযোগ এখন সবার মুখে মুখে। সৌভাগ্যবান এই কর্মকর্তার নাম মো. এ. সামাদ মৃধা। যিনি যুক্তরাষ্ট্রের নাগরিকও বটে। ইতোমধ্যে এই মৃধার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, টেন্ডার বাণিজ্য, স্বজনপ্রীতি, ছাঁটাই বাণিজ্য, নিুমানের ওষুধ উৎপাদন এবং অর্থ লোপাটের অভিযোগ সরকারের স্বায়ত্তশাসিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে আরও বিতর্কিত করেছে। এক মাস ধরে যুগান্তরের অনুসন্ধানে এসব অভিযোগের বিষয়ে চাঞ্চল্যকর নানা তথ্য-উপাত্ত উঠে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় তিনি এসব অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল উত্তর দিতে নারাজ। বরং অনেকটা আস্ফালন করে বলেন,...