মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ মামলা করেছে। বিটিআরসির পক্ষে সংস্থাটি সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গত ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থানায় এ মামলাটি করেন। তৌফিকুল ইসলাম জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এর ধারা ৭৩/৭৪/৭৬ এবং পেনাল কোডের ১৮৬০ এর ৪২০/৪০৬ ধারায় সালমান এফ রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়েছে। এজাহারে বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডের শেয়ারহোল্ডার ও সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের নামও রয়েছে। এরমধ্যে রয়েছেন- সোহেল এফ রহমান (সালমান এফ রহমানের বড় ভাই), শায়ান এফ রহমান (সালমান এফ রহমানের ছেলে)। এছাড়া আইওএফ নির্বাহী কমিটির বেশ কয়েকজন প্রভাবশালী সদস্যকে...