নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের শুল্ক ও সেবা খাতে সম্প্রতি ঘোষিত শুল্ক বৃদ্ধি অবশেষে এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে ‘কাস্টমস অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট : প্রবলেমস, প্রসপেক্টস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ট্যারিফ বিষয়ে বন্দর চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। এক মাস লিভ (ছাড়) দেওয়ার ব্যাপারে চেয়ারম্যান সম্মত হয়েছেন। এদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজনে কর্মশালায় উপদেষ্টা আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে বিদেশি অপারেটর নিয়োগ ছাড়া বিকল্প নেই। দুনিয়ার অনেক বড় অপারেটর শতাধিক বন্দর পরিচালনা করছে। এখানে বিদেশি বিনিয়োগ মানে বন্দর বিক্রি নয়, বরং আন্তর্জাতিক মানে পরিচালনা করা। এতে কারও চাকরি যাবে না।’ বে-টার্মিনাল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ডিসেম্বরের মধ্যে...