হ্যান্ডশেক বিতর্ক নিয়ে ঘটা তুলকালাম কাণ্ডের রেশ না কাটতেই ঠিক এক সপ্তাহের মাথায় ক্রিকেট মাঠে ফের একবার উত্তপ্ত দ্বৈরথ। রবিবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্বে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপপর্বের দেখায় ভারতীয় দলের ৭ উইকেটের জয়ে শেষ হয়েছিল ম্যাচ, তবে ক্রিকেটীয় লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় ছিল ‘হ্যান্ডশেক বিতর্ক’। ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে পাকিস্তানের ক্ষোভ বাড়তে থাকে এবং ক্রিকেটের চেয়ে রাজনীতির ছায়াই বড় হয়ে ওঠে। ১৪ সেপ্টেম্বরের ম্যাচকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে। খবর ছড়ায়, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে নির্দেশ দেন, টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলাতে। এরপর থেকেই বিষয়টি তীব্র...