ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নতুন একটি দিনের সূচনা হয়। এ সূচনাটি যদি হয় আল্লাহর ইবাদতের মাধ্যমে, তবে সেই দিনের প্রতিটি ক্ষণ, প্রতিটি কাজেই বরকত ও রহমত নেমে আসে। দিনের সূচনা ফজরের নামাজের মাধ্যমে করা আবশ্যক। আর তা শুধু ফরজ আদায়ের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে নানা দোয়া, জিকির ও আমল, যা মুমিনের দিনটিকে করে তোলে অধিকতর শান্তিময়। যে বান্দা ফজরের আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করে, তার জন্য সেই দিনটি হয়ে ওঠে আরও বেশি ফজিলতপূর্ণ। আল্লাহতায়ালা তার কাজে এমন বরকত দেন, যা পার্থিব ও আখেরাত দুই জীবনেই সুফল বয়ে আনে। মানুষের দৈনন্দিন জীবন নানা ব্যস্ততায় ভরপুর। কর্মক্ষেত্র, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে একজন মুমিনকে দিনের অধিকাংশ সময়ই ছোটাছুটি করতে হয়। কিন্তু তার...