শিক্ষালয় আর কর্মক্ষেত্র দুটি বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন স্থান। সেজন্য ক্যারিয়ারের শুরুতে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। কিন্তু কিছু বিষয় মেনে চললেই চমৎকার হতে পারে ক্যারিয়ারের শুরুটি। লিখেছেন এনাম-উজ-জামান নতুন পরিবেশে স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তিবোধ হয়। একে গুরুত্ব দেওয়ার কিছু নেই। পরিবেশ সম্পর্কে শেখার মনোভাব তৈরি করুন। ইতিবাচক হন। নিজের কর্মপরিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখুন। নিজের কাজটি সুচারুভাবে করে সময় পেলে বাড়তি দায়িত্ব পালনে চেষ্টা করুন। কিন্তু কখনোই নিজের কাজ ফেলে নয়। নিজের অপারগতা বিনয়ের সঙ্গে প্রকাশ করুন। এতে সহকর্মীরা আপনার প্রতি ইতিবাচক আচরণ করবেন। নতুন পরিবেশের নিয়মনীতি, আচার সহজে শিখতে পারবেন। চাকরির শুরু একটি লক্ষ্য নির্ধারণ করুন। নতুন কর্মক্ষেত্রে সুন্দরভাবে মানিয়ে নিতে একটি সময়সীমা নির্ধারণ করুন। নিজের দায়িত্ব নিখুঁতভাবে রপ্ত করার একটি সময়সীমা নির্ধারণ করুন। লক্ষ্য নির্ধারণ করলে সময়ের অপচয় হবে কম।...