পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শনিবার দিবাগত রাত দেড়টায় বক্তব্য দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব। ক্যাম্পাসে নিজের বাসভবনের ফটকের ভেতর থেকে মাইকে কথা বলেন তিনি। ওই সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান শুনে বাসভবনের ভেতরে ফিরে যান উপাচার্য। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন। হল থেকে বেরিয়ে এসে বিপুল সংখ্যক ছাত্রীও বিক্ষোভে অংশ নিয়েছেন। রাত তিনটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, রোববার (আজ) এ নিয়ে জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত মেনে নেয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা...