‘অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’-এ উদযাপিত হয়েছে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অসাধারণ বৈশ্বিক অর্জন। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুই শতাধিক প্রাক্তন বুয়েট শিক্ষার্থী সরাসরি ও ভার্চুয়ালি যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ৮০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি। একাডেমিয়া-ইন্ডাস্ট্রির সহযোগিতা, নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময়ের একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে এই পুনর্মিলনী, যা প্রাক্তন শিক্ষার্থীদের মহাদেশ অতিক্রম করে বাংলাদেশের শিল্প খাতের সঙ্গে যুক্ত করেছে। অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫ এর আহ্বায়ক এম এম নজরুল ইসলাম বলেন, ‘এই রিইউনিয়ন শুধু আমাদের সম্মিলিত ঐতিহ্যের উদযাপন নয়, বরং বাংলাদেশের শিল্প উন্নয়ন ও বৈশ্বিক উদ্ভাবনে বুয়েট আইপিই অ্যালামনাইদের নেতৃত্বের এক উজ্জ্বল স্বীকৃতি’। বুয়েট থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করছেন অনেকেই। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ইউনিভার্সিটি অব ফ্লোরিডা, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইড এবং ইউনিভার্সিটি...