এমন জয়ে নতুন একটা পর্ব শুরু করতে চাইবে যেকোনো অধিনায়ক। সমীকরণ মিলিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ওঠা বাংলাদেশ প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। শেষ ওভারের নাটকীয়তার পরও ১ বল হাতে রেখে ৪ উইকেটে জয় নিশ্চিত করেছে টাইগাররা। নিজেদের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ। জয়ে কী তবে ব্যাটারদের কৃতিত্ব বেশি? অধিনায়ক লিটন কুমার দাস কিন্তু তা বলছেন না। তার মতে, টার্নিং পয়েন্ট মূলত বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের করা শেষ দুই ওভার। শানাকার ঝড়ে শেষ দিকে মনে হচ্ছিল, দুইশর কাছাকাছি চলে যাবে শ্রীলঙ্কা। ১৫ থেকে ১৮তম ওভার পর্যন্ত তারা নেয় ৫৫ রান। সেখান থেকে শেষ দুই ওভারে মাত্র ১৫ রান দেন মুস্তাফিজ ও তাসকিন। যে কারণে ১৬৮ রানে থেমে যায় শ্রীলঙ্কা। তাছাড়া ১৯তম ওভারে ৫ রান দিয়ে...