পুরান ঢাকার নারিন্দার বুকজুড়ে দাঁড়িয়ে আছে ওয়ারি খ্রিষ্টান সেমেট্রি, যেটি ঢাকার বহুবর্ণ ইতিহাসের নীরব সাক্ষী।ঐতিহ্য সংরক্ষণে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এই স্থাপনায় শতবর্ষ প্রাচীন কলম্বো সাহেব সমাধি ও মুরিশ গেটওয়ে পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়।অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথরিন কুক, ওয়ারি খ্রিষ্টান সেমেট্রি বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাদার আলবার্ট রোজারিও, সেমেট্রি বোর্ডের চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন. ডিক্রুজসহ আন্তর্জাতিক ও স্থানীয় অতিথিরা এই পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।উদ্বোধনকে কেন্দ্র করে এ সময় এই সেমেট্রিই যেন হয়ে উঠেছিল ঐতিহ্য ও সংস্কৃতির এক মিলনস্থল। আর এই নির্মাণ কাজ আমাদের নতুন করে স্মরণ করিয়ে দিল যে, অতীতের সৌধ শুধু পাথর আর ইট নয়- এগুলোই একেকটি সভ্যতার আত্মকথা।১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরেওয়ারি খ্রিষ্টান সেমেট্রি...