শেষ ওভারের শেষ বল—স্বভাবতই বড় শট খুঁজছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু মোস্তাফিজুর রহমানের কাটারে ছক্কা নয়, উড়ে গেলেন ক্যাচ দিয়ে। লং-অফে তানজিদ হাসানের হাতে ধরা পড়তেই তৃতীয় উইকেটের শিকার নিশ্চিত করলেন ‘কাটার মাস্টার’। আর এই উইকেটেই বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন তিনি।শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেওয়ার মাধ্যমে মোস্তাফিজ ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪৯ উইকেট এখন দুই তারকার ঝুলিতে।দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের এই ম্যাচে লঙ্কানদের ইনিংস থামল ৭ উইকেটে ১৬৮ রানে। তিন পেসার মিলে ১২ ওভারে খরচ করেছেন ১০৬ রান, যেখানে মোস্তাফিজ একাই বল করেছেন সবচেয়ে সাশ্রয়ীভাবে—প্রতি ওভারে ঠিক ৫ রান।১৪৬ উইকেট নিয়ে ম্যাচ শুরু করা মোস্তাফিজ প্রথম আঘাত হানেন কুশল পেরেরাকে ফিরিয়ে। এরপর নিজের...