বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, একটি আদর্শকে ধরে রাখার জন্য ১৭ বছরে অমানুষিক নির্যাতন সহ্য করেছি।তিনি বলেন, ১৬৭টি মামলা মাথায় নিয়ে ঘুরেছি। বছরের পর পর কারাবন্দি অবস্থায় থেকেছি। মাসের পর মাস মিথ্যা মামলায় গ্রেফতার করে দুহাত বেঁধে ঝুলিয়ে সারারাত পেটানো হতো। কাউকে কিছু বলতে পারতাম না, শুধু কাঁদতাম।জিলানী বলেন, এই কাঁন্না দেখার মতো ওখানে কেউ ছিল না। শুধু বিএনপি করতাম বলেই এভাবে অমানুষিক নির্যাতন করা হতো। রাজনীতি করা আমার অপরাধ নয়, এটি আমার গণতান্ত্রিক অধিকার। তাহলে কেন ভিন্নমত বা আদর্শের ব্যক্তিদের এভাবে নির্যাতন করা হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মহিলা দল আয়োজিত পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জিলানী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে বাঙালি...