রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন খানকে অবরুদ্ধের ঘটনায় রবিবার (২১ সেপ্টেম্বর) পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। এ ঘটনায় জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। দাবি না মানলে ২২ সেপ্টেম্বর থেকে টানা কর্মবিরতি চলবে বলেও জানিয়েছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শনিবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) দাপ্তরিক কাজ শেষে দুপুরের খাবারের জন্য বাসায় যাবার জন্য গাড়িতে ওঠেন। এ অবস্থায় কতিপয় ছাত্র তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় এবং অশালীন উক্তিসহ তার গাড়ির ওপরে ভিক্ষা হিসেবে টাকা ছুড়ে দেয়। এরপর হেঁটে তার বাসায় ঢুকতে গেলে প্রধান...