রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একদল শিক্ষার্থীর ধারাবাহিক আন্দোলনের মুখে অবশেষে ‘পোষ্য কোটা’ স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য রোববার (২১ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এ ঘোষণা আসে এমন সময়, যখন উপাচার্যের বাসভবনের ফটকের সামনে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। আন্দোলনকারীরা দুটি দাবিতে অবিচল—‘পোষ্য কোটা’ বাতিল এবং ২৫ সেপ্টেম্বরের মধ্যেই রাকসু নির্বাচন আয়োজন। তবে অনেক শিক্ষার্থী ঘোষণা পাওয়ার পর হলে ফিরে গেলেও অনেকে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ কেবল স্থগিত করেছে, বাতিল করেনি। তাই সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত না...