ভূরাজনীতি ও কৌশলগত নানা কারণে দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। এর মধ্যে ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। সম্প্রতি দোহায় হামাসের নির্বাসিত নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ছয়জন নিহত হন। চলতি বছর কাতার হলো সপ্তম দেশ, যেখানে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে। এই প্রেক্ষাপটে গেল সপ্তাহে ঘোষিত সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ‘স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ কার্যত রিয়াদের অর্থ এবং পাকিস্তানের বিশাল পারমাণবিক সজ্জিত সামরিক বাহিনীকে এক করেছে বলে বিশ্লেষকদের মত। চুক্তির অল্পকিছু তথ্য প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের ঘোষিত পারমাণবিক নীতিতে বলা হয়েছে, তাদের অস্ত্র শুধু দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ব্যবহারযোগ্য। তবে এই চুক্তির অধীনে একটি প্রকৃত পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থা...