নিহত দুজন হলেন পাথরবোঝাই ট্রাকের চালক টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫) এবং একই এলাকার হেলপার ইমরান (৩০)। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুন্দারহাট...