আলেমদের আল্লাহ রাব্বুল আলামীন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন; আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দেশের আলেম সমাজকে ময়দানে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি আজ রাত ৮টায় রাজধানীর উত্তরাস্থ তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উলামা বিভাগের এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মীম আতিকুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা শায়েখ আ ন ম রশীদ আহমাদ মাদানী,ড. মাওলানা আবুল কালাম আযাদ, আরো বক্তব্য রাখেন, ড. মাওলানা আব্দুল জব্বার খান ও মাওলানা ওমর ফারুখ মজুমদার প্রমুখ। মাওলানা আব্দুল হালিম বলেন, আলেমরা উম্মাহর শ্রেষ্ঠ ব্যক্তি। কালামে হাকীমের বর্ণনা মতে, আলেমরাই অধিক তাকওয়াবান তথা আল্লাহকে বেশী ভয়...