সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে শুকনো মরিচের দাম কমেছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা। ঊর্ধ্বমুখীর বাজারে শুকনো মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। সরবরাহের ধারা এমন থাকলে সামনের দিনে শুকনো মরিচের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই শুকনো মরিচের বেশ ভালো সরবরাহ রয়েছে। এক সপ্তাহ আগে শুকনো মরিচ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল; বর্তমানে তা কমে ১৬০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি বাজারে শুকনো মরিচ কিনতে আসা মিনহাজুল ইসলাম বলেন, গত সপ্তাহে শুকনো মরিচ কিনেছিলাম ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে। সপ্তাহের ব্যবধানে সেই শুকনো মরিচ দাম কমে ১৬০ টাকা থেকে ২০০ টাকায় নেমেছে। কেজি প্রতি ৬০ টাকা থেকে ৮০ টাকা...