কর্মশালায় ডিজিটাল সুরক্ষার কৌশলপত্র উপস্থাপন করেন ভয়েসের উপ-পরিচালক, মুশাররাত মাহেরা। তিনি বলেন, নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য ডিজিটাল হুমকি ও হয়রানি এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পেশাগত যোগাযোগ সুরক্ষিত ও নিরাপদ থাকে।ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ডিজিটাল পরিসরে দিনদিন রাষ্ট্র, কর্পোরেট সংস্থা কিংবা ব্যক্তি পর্যায়ের এবং সংবাদ মাধ্যমের ওপর নানা ধরনের নজরদারি, হয়রানি ও নিপীড়নের ঘটনা যেভাবে বাড়ছে, তা থেকে নিজেকে নিরাপদ রাখতে হলে ডিজিটাল নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আমাদের নতুন করে ভাবার সময় এসেছে। ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ডিজিটাল...