দেবী দুর্গার আগমনী সুর বেজে উঠেছে। আজ শুভ মহালয়া। মহালয়া শব্দের আক্ষরিক অর্থ ‘আনন্দ নিকেতন’। দুর্গা দেবী আজ মর্ত্যলোকে পা রাখছেন। সঙ্গে নিয়ে আসছেন গণেশ, সরস্বতী, লক্ষ্মী আর কার্ত্তিককে। শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন দেবীপক্ষের শুরু আজ থেকে। হিন্দু শাস্ত্রমতে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া। এর মাধ্যমে সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পুরাণমতে, অসুর শক্তির কাছে দেবতারা যখন পরাভূত হয়ে স্বর্গলোকচ্যুত হন, তখন অশুভ ও অসুর শক্তির প্রভাব, প্রতাপ শুরু হয়। সেই অসুর শক্তিকে পরাভূত করতে একত্রিত হন দেবতারা। ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী সম্মিলিতভাবে ‘মহামায়া’র রূপে অমোঘ শক্তি সৃষ্টি করেন। তাদের তেজরশ্মী থেকে আভির্ভূত হন দেবী দুর্গা। দেবতাদের দেওয়া দশটি অস্ত্রে সুসজ্জিত হয়ে দেবী দুর্গা অসুর বিনাশ করেন। মহালয়ায় থাকে ঘোর অমাবস্যা। দেবী দুর্গার তেজের আলোয়...