পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নির্দেশে তাকে এবং তার স্ত্রী বুশরা বীবিকে জেলে মানসিক নির্যাতনের মুখে ফেলা হচ্ছে, যাতে তারা ভেঙে পড়ে আত্মসমর্পণ করেন।শুক্রবার আদিয়ালা কারাগার থেকে এক্সে পোস্ট করা বার্তায় তিনি লিখেছেন, “আমার এবং বুশরা বেগমের ওপর যে মানসিক অত্যাচার চালানো হচ্ছে, তা আসিম মুনিরের প্রত্যক্ষ নির্দেশে। এর মূল লক্ষ্য আমাদের দুর্বল করে আত্মসমর্পণে বাধ্য করা।”৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ খান দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী। চলতি বছর আল-কাদির ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তার স্ত্রী বুশরা বীবিও একই কারাগারে যোগ দেন।সেনাপ্রধানের উদ্দেশে খানের বার্তা, “যতদিন আমরা জীবিত আছি, ইয়াজিদের অন্যায় কিংবা ফেরাউনের অত্যাচারের কাছে মাথা নত করব না।” তিনি আরও অভিযোগ করেন, জেনারেল মুনির সেনাবাহিনী ব্যবহার...