ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের ১৯ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে করে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন। এ ঘটনায় নিখোঁজ এর পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, নিখোঁজ জেলেদের ভারতে আটক করা হয়েছে। নিখোঁজদের স্বজনরা জানান, দীর্ঘদিন পর সাগরে ঝাঁকের ইলিশ ধরা পড়ছিল। এমন সংবাদ পেয়ে গত ৫ সেপ্টেম্বর বিকালে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্ৰামের ১৯ জেলে সাগরে মাছ ধরতে যায়। সবশেষ, গত ১২ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে জেলেদের ফোনে কথা হয়। কিন্তু এরপর থেকে জেলেদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। স্বজনদের দাবি, সাগরে মাছ ধরতে গিয়ে ভারতের সংরক্ষিত সুন্দরবন এলাকার ভারতের সীমানায় প্রবেশ করলে ফিশিং বোট, জাল ও কিছু মাছসহ তাদের...