২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ এএম কতিপয় দুনীতিবাজ গোয়েন্দা ও ইমিগ্রেশন কর্মকর্তাদের ম্যানেজ করে দেশ ত্যাগের নিষেধাজ্ঞার মধ্যেও স্বাস্থ্যখাতের বিতর্কিত দুর্নীতিবাজ ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু বিদেশে চলে যেতেন। অথচ দেশত্যাগে ২০২৩ সালের অক্টোবরে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। তবে এই নিষেধাজ্ঞা তার বারবার বিদেশ ভ্রমণ ঠেকাতে পারেনি। দুর্নীতির অর্থ বিনিয়োগে নেওয়া মার্কিন পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি। সর্বশেষ প্রায় দেড় মাস আগে মিঠু দেশে ফেরেন। পরে ১০ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে একজন দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তা ইনকিলাবকে বলেন, কতিপয় দুনীতিবাজ গোয়েন্দা ও ইমিগ্রেশনের কর্মকর্তাদের ম্যানেজ করে বরাবরই দেশের বাইরে যেতেন মিঠু। এর নেপথ্যে ছিল মোটা অংকের টাকার লেনদেন। গ্রেফতারের...