নিজের ঘরের ছেলে জুবিন গার্গকে হারিয়ে কাঁদছে আসামের মানুষ। শনিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে রাজ্য সরকার। এদিকে শনিবার মধ্যরাতে আসামে আসছে জুবিনের মরদেহবাহী বিমান। এরইমধ্যে দিল্লীতে পৌঁছে গেছে জুবিনের মরদেহ। সেখান থেকে আসামের গুহাটি শহরের উদ্দেশে রওনা হয়েছে বিমানটি৷ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সকল ভক্ত যেন প্রয়াত সংগীত কিংবদন্তী জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য সরকার ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন-এর শুভানুধ্যায়ীরা রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সরুসজাই স্টেডিয়ামের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া কমপ্লেক্সে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।” তিনি আরও যোগ করেন,“আমাদের সরকার নিশ্চিত করেছে যেন প্রত্যেকে শ্রদ্ধা জানানোর সুযোগ পান। অনুরোধ করছি, শৃঙ্খলা বজায় রেখে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা...