গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী তৈরি হয়েছে। আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ করেছে, তারাও সেভাবে সংগঠিত হয়ে এখন ঠিক করে দেবে বাংলাদেশ কেমন চলবে, না চলবে।আইন কানুনের বালাই নেই। তারা ঠিক করবে কোনটা সঠিক, কোনটা ভুল। তারা কবরে হামলা করবে। কে অধিকার দিয়েছে মাজারে হামলা করার, মন্দিরে হামলা করার। আপনার ধর্ম আপনি পালন করেন। কারটা ভুল, কারটা সঠিক বিচার করতে ওপরওয়ালা রয়েছে। আপনি বিচারের ভারটা তুলে নিতে পারেন না। রাষ্ট্রে আইন আছে, কানুন আছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলার দ্বিতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, যে কৃষক, শ্রমিক, মেহনতি, খেটে খাওয়া মানুষরা এই দেশ তৈরি করেছিল, আজকে পর্যন্ত তাদের জীবনে মুক্তি...