এশিয়া কাপে সুপার ফোরে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য এক বল হাতে রেখেই চার উইকেট বাকি থাকতে অতিক্রম করে টাইগাররা।সেই জয়ের মূল নায়ক ছিলেন ওপেনার সাইফ হাসান, যিনি ৪৫ বলে খেলেন ৬১ রানের ম্যাচজয়ী ইনিংস। সঙ্গী হয়ে ফিফটির দেখা পান তরুণ তাওহীদ হৃদয়ও। দুবাইয়ে টস জিতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কার হয়ে দাসুন শানাকার ঝড়ো ফিফটিতে প্রতিপক্ষ ভালো পুঁজি পায়। তবে রান তাড়ায় শুরুতেই তানজিদ আউট হলেও লিটন দাসকে পাশে পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ব্যাট করেন সাইফ। পাওয়ার প্লেতে লিটনের সঙ্গে দারুণ জুটি গড়ার পর হৃদয়ের সঙ্গে মিলে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। চারটি ছক্কা ও দুটি চার মেরে মাত্র ৩৬ বলেই ফিফটির দেখা পান সাইফ। ম্যাচসেরা নির্বাচিত হয়ে সাইফ জানান, দলের জন্য অবদান রাখতে পারা...