এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচটা হয়ে রইলো এক টানটান উত্তেজনার লড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের ভাগ্য দুলেছে দুইদিকেই।তবে এক বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশালাঙ্কা অকপটে স্বীকার করেছেন, খেলা ছিল দুর্দান্ত। কিন্তু শেষ পর্যন্ত জয়ের জন্য তাদের রান যথেষ্ট হয়নি। টস হেরে আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা তোলে ১৬৮ রান। জবাবে বাংলাদেশ ১৯.১ ওভারেই সমান রান করলেও জয় নিশ্চিত করতে খেলে আরও কয়েক বল। শেষ দিকে মাঠে ও গ্যালারিতে তৈরি হয় চরম স্নায়ুচাপ। তবে শেষ পর্যন্ত টাইগাররাই হাসে শেষ হাসি। ম্যাচ হেরে আশালাঙ্কা বলেন,“এটি সত্যিই একটি দুর্দান্ত ম্যাচ ছিল। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি এবং স্নায়ু ধরে রাখার চেষ্টা করেছি। তবে আমরা অন্তত ১০-১৫ রান কম করেছি। শেষ দুই ওভারে আরও ভালো...