লম্বা সময় পরে এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফিরেছেন সাইফ হাসান। টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমে নিজেকে জানান দিয়ে রেখেছিলেন তিনি। এশিয়া কাপে তাতে পূর্ণতা দিলেন। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশের জয়ের নায়ক সাইফ। রান তাড়ায় নেমে বাংলাদেশ মাত্র এক রানে উইকেট হারালেও দায়িত্ব নিয়ে দলের হাল ধরেন সাইফ। ভয়ডরহীন ব্যাটিংয়ে পুরোটা সময় লঙ্কান বোলারদের শাসন করেছেন তিনি। পুরো ম্যাচে সাইফের ব্যাটিং ছিল চোখে লেগে থাকার মতো। থুসারার লেগ স্ট্যাম্পের একটু বাইরের বলে সেই ফ্লিক কিংবা দুনিথ ভেল্লালাগের বলে এক্সট্রা কাভারের উপর দিয়ে বটম হ্যান্ডের ড্রাইভ, অনেকদিন পরে আনন্দের খোরাক জুগিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের। অনবদ্য ব্যাটিংয়ে তুলে নিয়েছেন এশিয়া কাপে নিজের প্রথম ও আন্তুর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত থেমেছেন ৪৫ বলে ৬১ রান করে।...