সান্তিয়াগো বার্নাব্যুয়ে প্রতিপক্ষ এস্পানিয়ল প্রাণপণ লড়াই করল—কিন্তু শেষ হাসি হাসল রিয়াল মাদ্রিদই। এদার মিলিতাও ও কিলিয়ান এমবাপ্পের দূরপাল্লার ঝলমলে দুই গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা। পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে মৌসুমের শুরুটা নিখুঁত রেখেই এখন গুরুত্বপূর্ণ এক সপ্তাহের সামনে দাঁড়িয়ে তারা, যেখানে অপেক্ষায় লেভান্তে ও অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যালেঞ্জ।প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ এস্পানিয়লের হাতেই ছিল বলা যায়। ছন্দহীন রিয়ালকে চাপে রেখেছিল অতিথিরা, তবে বড় সুযোগ কাজে লাগাতে পারেনি। বরং ৩০ মিটার দূর থেকে মিলিতাওয়ের ঝড়ো শটে ভেঙে যায় তাদের রক্ষণভাগের দেয়াল। চোট থেকে ফেরা এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার যেন নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন, ম্যাচে যেমন রক্ষণে অবদান রেখেছেন, তেমনি গোল করেও দলকে এগিয়ে দিয়েছেন।এস্পানিয়ল এরপরও সুযোগ পেয়েছিল। একবার পুয়াদোর ক্রসে সামান্য দেরি করেন রবার্তো ফার্নান্দেজ, আবার একবার এক্সপোসিতোর ফ্রি-কিকে কালেরোর...