পারভেজ হোসেন ইমনের সঙ্গে তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটিটা ঠিকঠাক কাজে লেগে গেলে আজ ভূমিকাটা দর্শকেরই হতো সাইফ হাসানের। ভাগ্যিস হয়নি! নাহয় এমন ইনিংসের দেখা কি মিলত? সাইফ যে আজ শুধু সময়ের প্রয়োজনই মেটাননি, চোখের ক্ষুধাও মিটিয়েছেন কবজির মোচড়ে দারুণ সব শট খেলে! আর সাইফ এ সব কিছুই করেছেন তার ‘নানাবাড়ি’ শ্রীলঙ্কার বিপক্ষে! সাইফের বাবা বাংলাদেশি হলেও মা ছিলেন শ্রীলঙ্কান। সে মায়ের দেশের বিপক্ষেই ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেললেন। ‘নিজের দেশ’ বাংলাদেশকে জেতালেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো বনে গেলেন ম্যাচসেরাও। ‘নানাবাড়ি’র বিপক্ষে ম্যাচ বলেই কি না কে জানে, সাইফ আজ শুরু থেকেই ছিলেন ‘মেইন ক্যারেকটার এনার্জি’তে। দারুণ দুটো ক্যাচ নিলেন শ্রীলঙ্কান ইনিংসে, ইতি ঘটালেন দুই লঙ্কান ওপেনারের। এরপর ব্যাট হাতে যখন নামলেন, তখন তার সামনে ১৬৯ রানের ‘এভারেস্টসম’ লক্ষ্য। যে লক্ষ্য শেষ...