বলিউডি তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘সংসার ভাঙতে বসার’ গল্পে বছরখানেকের বেশি সময় কেটে গেছে। এখন অনেকে বুঝতে পারছেন দুই তারকার সম্পর্কে ‘কিছু সমস্যা’ থাকলেও সেটি অন্তত ঘর ভাঙার পর্যায়ে পৌঁছায়নি। বচ্চনদের বাড়ি ছেড়ে ঐশ্বরিয়া কেন তার মায়ের কাছে থাকেন, সে বিষয়ে এবার কথা বলেছেন পরিচালক প্রহ্লাদ কক্কড়। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, “বিচ্ছেদের যে খবর উঠেছে বিভিন্ন সময়ে, তা মিথ্যা। ঐশ্বরিয়া এখনো বচ্চন পরিবারের পুত্রবধূ। “তিনি নিজের মায়ের কাছে যেতেন বা থাকেন অন্য কারণে। ঐশ্বরিয়ার মা বেশ অসুস্থ। ঐশ্বরিয়া তার মায়ের ব্যাপারে যথেষ্ঠ সচেতন। তাকে দেখাশোনা করতে হয়।” ঐশ্বিরয়ার মায়ের প্রতিবেশী হলেন প্রহ্লাদ কক্কড়। তিনি বলেছেন, আগে মেয়ে আরাধিয়া বচ্চনকে স্কুলে দিয়ে মায়ের বাড়িতে চলে আসতেন ঐশ্বরিয়া। তারপর ছুটির সময়ে ফের মেয়েকে স্কুল থেকে নিয়ে শ্বশুর বাড়িতে...