খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের কৃষক তরিক বিশ্বাসের মেয়ে সাদিয়া ইসলাম নার্সিং ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। তবে অর্থাভাবে তার ভর্তি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। এ সময় পারভেজ মল্লিক এগিয়ে এসে ভর্তি বাবদ সম্পূর্ণ অর্থ তুলে দেন তার পরিবারের হাতে। শুধু তাই নয়, সাদিয়ার পড়াশোনার সব খরচ বহনের প্রতিশ্রুতিও দেন তিনি। সাদিয়ার পিতা তরিক বিশ্বাস জানান, ছেলে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার খরচে তিনি নিঃস্ব হয়ে পড়েন। এ অবস্থায় মেয়ের লেখাপড়া চালানো ছিল অসম্ভব। পারভেজ মল্লিকের সহায়তায় তার পরিবার বিপদমুক্ত। অন্যদিকে, তেরখাদা উপজেলার পশ্চিম কাটেংগা গ্রামের শাহিনুর খাতুন, যিনি অল্প বয়সে হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে দুই হাত-পা হারান, বহু বছর ধরে পরিবারের বোঝা হয়ে ছিলেন। কিন্তু পারভেজ মল্লিক তার ব্যবসা শুরু করতে আর্থিক সহায়তা দেন। নতুন ফ্রিজ কিনে দিয়ে দোকানে আইসক্রিম...