সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ আরও ৯টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই দেশের মানুষের মধ্যে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনি প্রবাসী বাংলাদেশিরাও পড়েছেন চরম দুশ্চিন্তায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই খবরের উৎস কী? আমিরাত সরকারের পক্ষ থেকে কি সত্যিই এমন কোনো সিদ্ধান্ত এসেছে? আমার অনুসন্ধান বলছে না, এমন কোনো ভিসা নিষেধাজ্ঞার খবরের সত্যতা পাওয়া যায়নি। আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন বা বিবৃতি দেয়নি। এমনকি দেশটির প্রধান দুই ইংরেজি দৈনিক গালফ নিউজ ও খালিজ টাইমস যারা সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ খবর দ্রুত প্রকাশ করে থাকে, তারাও কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। ফলে স্পষ্ট যে, দেশে যে খবর ছড়িয়েছে তা সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে নয়, বরং একটি ভিত্তিহীন...