আসন্ন দুর্গাপূজায় দেশের ২৯টি জেলা ‘ঝুঁকিপ্রবণ’ হিসেবে চিহ্নিত করেছে নাগরিক উদ্যোগে নবগঠিত সংগঠন ‘সম্প্রীতি যাত্রা’। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের ২৯টি জেলা ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ৫টি জেলা উচ্চঝুঁকিতে এবং ২৪টি মাঝারি ঝুঁকিতে রয়েছে। কেবল গত বছর আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে ৮০টি মাজার বা দরগাহে হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি কুমিল্লা ও রাজবাড়িসহ কয়েকটি এলাকায় প্রতিমা ভাঙচুর, মাজার ভাঙা এবং এমনকি কবর থেকে লাশ তুলে পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। তারা আসন্ন দুর্গাপূজা ও সাম্প্রদায়িক হামলার আশঙ্কা ঘিরে মসজিদ, মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে...