এশিয়া কাপ শেষ হলেই আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের দুটো সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য শনিবার দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক কমিটি। বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতকে বাদ দেওয়া হয়েছে দুই ফরম্যাট থেকেই। টপ-অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল এবং ডানহাতি পেসার মোহাম্মদ সালিম সাফি সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি দলে। পেসার জুটি বশির আহমদ ও আবদুল্লাহ আহমদজাইকে রাখা হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় স্কোয়াডেই। রশিদ খান (অধিনায়ক), ইবরাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিকউল্লাহ অতল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফউদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব...