এশিয়া কাপের সুপার ফোরের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে জয়ের সূচনা করেছে দলটি। এই জয়ে বড় অবদান ওপেনার সাইফ হাসানের ব্যাটে—৪৫ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলে শুরুটা দারুণভাবে করে দেন তিনি। পরে তাওহীদ হৃদয় ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ হাসান জানান, তাদের লক্ষ্য এখন ধাপে ধাপে এগোনো। তবে বড় স্বপ্ন নিয়েই তারা মাঠে নামছে। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ, আর পুরো দলের মনোযোগ এখন সেদিকেই। পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের পরিকল্পনা পরে আসবে বলে উল্লেখ করেন তিনি। সাইফ বলেন, "স্বপ্ন দেখা উচিত। বড় স্বপ্ন দেখা উচিত। স্টেপ বাই স্টেপ এগোনো উচিত। আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে, ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে। তার পরেরটা পরে দেখা যাবে।" এশিয়া কাপ...