বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এবার তিনি সাকিব আল হাসানের পাশে দাঁড়ালেন। শনিবার (২০ সেপ্টেম্বর) এশিয়া কাপে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করার মাধ্যমে মোস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়ায় ১৪৯-এ। যা সাকিবের সমান। তবে মজার বিষয় হলো, সাকিবকে ছাড়িয়ে কম ম্যাচে এই রেকর্ড স্পর্শ করেছেন মোস্তাফিজ। সাকিবের ১৪৯ উইকেট এসেছে ১২৯ ম্যাচ ও ১২৬ ইনিংসে, আর মোস্তাফিজ সমান সংখ্যক উইকেট নিয়েছেন মাত্র ১১৭ ম্যাচ ও ১১৬ ইনিংসে। নিয়মিত স্লোয়ার, ইয়র্কার আর সুইং দিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করে আসা মোস্তাফিজ বাংলাদেশ দলে সবচেয়ে নির্ভরযোগ্য ফাস্ট বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই কৃতিত্ব শুধু ব্যক্তিগত অর্জন...