বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। এবার সাকিবের এই রেকর্ড ছুঁয়ে ফেলেছেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার। শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে এই কীর্তি গড়েছেন মুস্তাফিজ। ৩ উইকেট শিকার করে ভাগ বসিয়েছেন সাকিবের রেকর্ডে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট শিকার করেছেন সাকিব। দীর্ঘদিন ধরেই শীর্ষস্থান দখলে রেখেছিলেন এই তারকা। অবশেষে তার পাশের নাম লেখালেন মুস্তাফিজ। ১০ ইনিংস কম খেলেই তাকে ছুঁয়ে ফেলেছেন তিনি। ১১৬ ইনিংসে সাকিবের সমান ১৪৯ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। এদিন বোলিংয়ে এসে প্রথম ওভারে ৩ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি মুস্তাফিজ। এরপর দ্বিতীয় ওভারে এসে ৬ রান খরচ করে তুলে নেন...