২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম পাকিস্তানের সঙ্গে সউদী আরবের প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বেগে ভুগছে ভারত। সে কারণেই বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানানো থেকে বিরত ছিল দেশটি। অবশেষে চুক্তি হওয়ার দুই দিন পর ভারত জানিয়েছে, তারা আশা করে সউদী আরব দুই দেশের ‘পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতার’ বিষয়টি মাথায় রাখবে। সউদী আরব ও পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান বুধবার ওই চুক্তি সই করেছে। সউদী আরবের সঙ্গে সবসময়েই ভাল সম্পর্ক বজায় রেখেছে ভারত। কিন্তু সেই সউদী আরবের সঙ্গেই প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে ভারতের শত্রু দেশ পাকিস্তান। চুক্তির খুব কম তথ্যই প্রকাশ হয়েছে। বিশ্লেষকেরা বলেছেন, পাকিস্তানের সঙ্গে এই চুক্তি করার অর্থ হতে পারে, এর মাধ্যমে কার্যত একটি পারমাণবিক ঢাল পাবে সউদী আরব। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অস্থিরতার মধ্যে এবং...