২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জুলাই বিপ্লব বাংলাদেশের আপামর জনসাধারণের মনোজগতেও এক বিরাট পরিবর্তন সাধন করেছে। এই বিপ্লব সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এ দেশের তরুণ ও যুবসমাজকে। ধর্ম, বিশেষ করে পবিত্র ইসলামের কথা বলতে গিয়ে সমাজের তথাকথিত এলিটদের মধ্যে যে কুণ্ঠা ছিল, বিপ্লবের মধ্যে এবং বিপ্লবের পরে দেখা গেল, সেই টগবগে যুবক-যুবতীদের অধিকাংশই সেই কুণ্ঠা ঝেড়ে ফেলে দিয়ে ইসলামের বৈজ্ঞানিক ও আধুনিক স্বরূপ নিয়ে চর্চা করছেন। আমেরিকা, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা প্রভৃতি স্থানে এই ভাষ্যকারের আত্মীয় স্বজনের কাছ থেকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক খবর পাওয়া যাচ্ছে। এসব দেশে যারা মাস্টার্স করেছেন এবং তারপর যারা পিএইচডি করেছেন, সেই সব বাংলাদেশিদের একটি উল্লেখযোগ্য অংশ এখন ইসলাম নির্দেশিত সেবামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন। তারা বলেন, বিদেশে আমরা সার্ভিস ওরিয়েন্টেড...