২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম রাজীব মণি দাস রচিত ও নাজনীন হাসান খান পরিচালিত একক নাটক ‘প্রেমলীলা’। নাটকটিতে প্রেমের বিভিন্ন স্বরূপ তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন শিবলী নওমান, সুমাইয়া অর্পা, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, সুব্রত চক্রবতী প্রমুখ। নাজনীন হাসান খান বলেন, একদিকে যেমন প্রেম মানুষকে অন্ধ করে, অন্যদিকে প্রেম অন্ধকারাচ্ছন্ন মানুষকে জাগ্রত করে। প্রেমের শক্তি অসীম। এই অসীম শক্তি সবার থাকে না। প্রেমলীলায় সেই প্রেমেরই গল্প বলা হয়েছে। রাজীব মণি দাস বলেন, অনেক সময় পছন্দের মানুষকে নিজের মনের কথা বলতে না পারাও একটা ব্যর্থতা। তখন প্রয়োজন হয় অন্যের সহযোগিতা। নাটকটিতে প্রেমের নানা রূপ তুলে ধরা হয়েছে। নাটকটি শীঘ্রই একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে সুপার ফোরে...