২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটি প্রায় নিশ্চিত। গত ৫ আগস্ট জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টার এ বার্তার পর নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ৩০০ আসনের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা প্রস্তুত। দেশের নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন পদ্ধতিতে নির্বাচন হবে? সংবিধানের বিধান মেনে গঠিত অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করবে নাকি নেপাল থেকে আমদানি করে এনে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে? এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দেশের সব রাজনৈতিক শক্তি সা¤্রাজ্যবাদী ভারত ও তাদের নাচের পুতুল হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা। সবাই হাসিনার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ...