বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসলে বাংলাদেশকে মানবিক ও সাম্যের রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে জানিয়েছেন দলটির প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।শনিবার (২০ সেপ্টেম্বর) ভোলার চরফ্যাশন মাদ্রাজ ইউনিয়নের সামরাজ ঘাটে জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। নয়ন এ সময় দুই শতাধিক জেলের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করেন।নুরুল ইসলাম নয়ন জানান, আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আপনারা চোখ-কান খোলা রাখুন; তবে আইন নিজের হাতে...