এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। ভাগ্যের পরিহাস, যেই শ্রীলঙ্কার জয়ে ভর করেই টাইগাররা সুপার ফোরে জায়গা করে নিয়েছিল, শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই দলকেই হারিয়ে দিল ৪ উইকেটের ব্যবধানে। টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৬৮ রান তুলেছিল। জবাবে সাইফ হাসানের ঝলমলে ইনিংস আর তাওহীদ হৃদয়ের পরিপক্ব ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশ ৪ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে আনে।আরো পড়ুন:বাংলাদেশের ক্যাচ মিসের মহড়ায় শ্রীলঙ্কার লড়াকু সংগ্রহটস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন বাংলাদেশের ক্যাচ মিসের মহড়ায় শ্রীলঙ্কার লড়াকু সংগ্রহ রান তাড়ার শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ওভারের পঞ্চম বলেই শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন তরুণ ওপেনার তানজিদ হাসান। তবে চাপ সামলে নেন লিটন দাস ও সাইফ হাসান। তাদের...