বিশ্ব আজ অশান্তির অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। মানুষের জীবন থেকে নিরাপত্তা, প্রশান্তি ও সৌহার্দ্য ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক বৈষম্য, জাতিগত বিদ্বেষ, ধর্মীয় বিভাজন এবং ভোগবাদী প্রতিযোগিতা পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে এমন একটি আদর্শ, যা সর্বজনীন শান্তি ও ন্যায়বিচারের নিশ্চয়তা দিতে পারে। ইসলাম সেই মহৎ আদর্শ, যা মানুষকে সত্যিকারের শান্তি ও কল্যাণের দিকে পরিচালিত করে। ‘ইসলাম’ শব্দটির মধ্যেই নিহিত আছে শান্তির বার্তা। আরবি ‘সালাম’ শব্দ থেকে উদ্ভূত ইসলাম অর্থ আত্মসমর্পণ, নিরাপত্তা ও শান্তি। আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং তার নির্দেশ অনুসরণই মানুষকে শান্তির প্রকৃত স্বাদ উপহার দিতে সক্ষম। ইসলামের মৌলিক দর্শন হলো ন্যায়, দয়া ও মানবকল্যাণ। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, ‘আল্লাহ ন্যায়, উত্তম কাজ এবং আত্মীয়কে দান করার নির্দেশ দেন...