চলতি এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে আজ (শনিবার) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। তবে ১০ ওভারের মধ্যে তিনটি উইকেট তুলে নিয়ে লঙ্কান ব্যাটারদের চেপে ধরে টাইগার বোলাররা। প্রথম ১০ ওভারে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৭২ রান। তবে পরের ১০ ওভারে দারুণ প্রত্যাবর্তন করে লঙ্কান ব্যাটাররা। দাসুন শানাকার ফিফটি ও চারিথ আসালাঙ্কার ক্যামিও ইনিংসে শেষ ৬০ বলে ৯৬ রান তুলে নেয় তারা। এদিন উদ্বোধনী জুটিতে ৪৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। ১৫ বলে ৩ চার ১ ছক্কার মারে ২২...