২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম পুরো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করবেন শুধু নারী অফিসিয়ালরা। ম্যাচ রেফারি ও আম্পায়ারের দায়িত্ব পাওয়া সবাই নারী। ১৪ জন নারী আম্পায়ারের মধ্যে আছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। আসরের উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে বাংলাদেশের ক্রিকেটে অনেক অনন্য কীর্তি গড়া জেসিকে। সব মিলিয়ে বিশ্বকাপের নয়টি ম্যাচের আম্পায়ার্স প্যানেলে তাকে রাখা হয়েছে। আপাতত প্রাথমিক পর্বের ম্যাচগুলোর আম্পায়ারদের তালিকা গতকাল প্রকাশ করেছে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনালের আম্পায়ারদের নাম পরে জানানো হবে। আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জেসি অবশ্য মাঠে থাকবেন না। তিনি দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। মাঠের আম্পায়ার হিসেবে তাকে কাজ করতে দেখা যাবে পাঁচটি ম্যাচে— গুয়াহাটিতেই ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা,...