রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ‘পোষ্য কোটা’ পুনর্বহালের আন্দোলনকে ঘিরে শিক্ষক ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠনটি সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সাধারণ ছাত্রদের’ নামে তথাকথিত ‘সমন্বয়ক’ শিবির নেতা সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে লাঞ্চিত করা হয়েছে। “আমরা মনে করি শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি ঘটনা।” এ ঘটনার দ্রুত স্বাধীন, নিরপেক্ষ ও সক্রিয় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ইউট্যাব। সংগঠনটির সভাপতি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সাধারণ ছাত্রদের ব্যানারে ‘শিবিরের গুপ্ত কর্মীরা’ উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, রেজিস্ট্রার ও প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে, যা প্রশাসনিক কর্তব্য পালন...