২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাইফ হোসেন (১৪) ও জামাত আলী (২৫)।স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার রিফাতপুর ইউনিয়নের শীতলাই পাড়া গ্রামে নিজেদের ফসলের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান সাইফ হোসেন। তিনি ওই গ্রামের পলাশ ম-লের ছেলে। অপরদিকে, একই দিন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন জামাত আলী। তিনি ওই এলাকার মতিউর রহমানের ছেলে। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তুহিন জানান, সাইফ ঘটনাস্থলেই মারা যান এবং জামাত আলীকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর...