২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম এবার আরব বসন্তের পুনরুত্থান ঘটছে এশিয়াতে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল অঞ্চল জুড়ে প্রতিরোধের একটি নতুন দৃশ্যমান ব্যাকরণ লেখা হচ্ছে, এবং বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হচ্ছে, যা পেশাদার বিপ্লবীদের নয়, বরং সাধারণ তরুণদের, যাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেয়া হয়েছে। এটি জেন জি বা প্রজন্ম জি’র সদস্যদের জন্য বিদ্রোহের একটি আত্মিক ভাষা, যাদের হারানোর কিছুই অবশিষ্ট নেই। গত বছর বাংলাদেশে, ২০২২ সালে শ্রীলঙ্কায় এবং বিগত কয়েক সপ্তাহে ইন্দোনেশিয়া ও নেপালে এশীয়ার অসন্তুষ্ট তারুণ্য ক্ষমতাসীনদের উৎখাত করেছে বা কাঁপিয়ে দিয়েছে। এগুলির ব্যাপকতা কোনও কাকতালীয় ঘটনা নয়। চরম বেকারত্ব, লাগামহীন দুর্নীতি, অভিজাত শ্রেণীর নিপীড়ন, অর্থনৈতিক সংকট এবং ধনী ও দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের সংমিশ্রণে এই দেশগুলির সামাজিক সমঝোতা ভেঙে পড়েছে। জেনারেশন জি’কে...